UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রেলওয়ের সহকারী স্টেশন মাষ্টার পদে লিখিত পরীক্ষাকালীন কেএমপি নিষেধাজ্ঞা

koushikkln
আগস্ট ৪, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে শনিবার (০৬ আগস্ট) আড়াইটা  থেকে ৫টা পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ৪৭টি কেন্দ্রে বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাষ্টার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে নিচের আদেশ জারি করেছে কেএমপি।

আদেশসমূহঃ (১) পরীক্ষার দিন দেড়টা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ৫(পাঁচ) বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না।
(২) পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না।
(৩) পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো হাজী আব্দুল মালেক ইসলামীয়া কলেজ, শিপইয়ার্ড, শিপইয়ার্ড স্কুল এন্ড কলেজ, খুলনা, রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, খুলনা, ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা, খুলনা কলেজিয়াট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, খুলনা, সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা, সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়, খুলনা, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা, বি, কে ইউনিয়ন ইনস্টিটিউশন, খুলনা সদর, খুলনা, সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা, ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, খুলনা, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, খুলনা, খুলনা জিলা স্কুল, খুলনা, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খুলনা সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা, আযমখান সরকারি কমার্স কলেজ, খুলনা, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা, লায়ন্স স্কুল এন্ড কলেজ, খুলনা, রেভারেন্ডপলস হাই স্কুল, খুলনা, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট , খুলনা , দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, খুলনা, হাজী ফয়েজ উদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়, বয়রা, খুলনা, খুলনা পাবলিক কলেজ, বয়রা, খুলনা, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বয়রা, খালিশপুর বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়, খুলনা, খুলনা সরকারি মহিলা কলেজ, বয়রা, খালিশপুর, খুলনা, খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খুলনা, খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট , খালিশপুর, খুলনা, সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ, খালিশপুর, খুলনা, রোটারি স্কুল, খুলনা, খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল এন্ড কলেজ, খুলনা খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল, খুলনা, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট, খুলনা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা, দৌলতপুর কলেজ(দিবা-নৈশ), দৌলতপুর, খুলনা, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর,দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা, মুহসিন মহিলা কলেজ, খুলনা, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফুলবাড়ি গেট, খুলনা, গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা , খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, তেলিগাতী ও আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, খুলনা।