UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লোডশেডিং সেপ্টেম্বর থেকে কমিয়ে আনার চেষ্টা হচ্ছে : নসরুল হামিদ

koushikkln
আগস্ট ৭, ২০২২ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় চলমান লোড শেডিং আগামী সেপ্টেম্বর থেকে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আর অক্টোবর থেকে লোড শেডিং থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একই সাথে তিনি শিল্প এলাকায় রেশনিং ভিত্তিক ছুটির কথাও বলেন। এতে একেক দিন দিন একেক শিল্প এলাকায় ছুটি হবে। বিদ্যুৎ ও গ্যাসের চাপ কমবে।
রবিবার (৭ আগস্ট) বিদ্যুৎ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান তিনি।

নসরুল হামিদ বলেন, এখন যে লোড শেডিং হচ্ছে আগামী মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা হবে।
তবে আগামী অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, আর লোড শেডিং থাকবে না।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা উৎপাদন বাড়াব। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালান্স করার চেষ্টা করব। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। সবাইকে অনুরোধ করব, সবাই যেন ধৈর্য ধরেন। ‘

এদিকে বিদ্যুৎ বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠকে বিদ্যুৎ-গ্যাস সাশ্রয়ের জন্য এলাকাভিত্তিক কারখানা বন্ধ রাখার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। নসরুল হামিদ বলেন, লোড শেডিং কমাতে এলাকাভিত্তিক কারখানা বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিদ্যুৎ সাশ্রয় হবে।