UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কমনওয়েলথ গেমসের পর্দা নামছে আজ

pial
আগস্ট ৮, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ কমনওয়েলথ গেমস-২০২২ এর পর্দা নামছে। ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বসা বিশ্বের অন্যতম ক্রীড়া প্রতিযোগিতার ২২তম আসরটি গত ২৮ জুলাই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে। সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানকেও স্মরণীয় করে রাখতে চায় আয়োজকরা। থাকছে বিভিন্ন আয়োজন ও নানা চমক। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীর দিনেও বার্মিংহামের সকল পথ মিলবে আলেকজান্ডারে।

সমাপ্তির দিনে বাংলাদেশের হয়ে পতাকা বহন করবেন হাইজাম্পার মাহফুজুর রহমান। এদিন লাল-সবুজের কুস্তি, বক্সিং এবং অ্যাথলেটিক্স দল মার্চপাস্টে অংশ নেবে। দলের অন্য ডিসিপ্লিনের সদস্যদের কেউ ফিরেছেন ঢাকায় আর কেউবা তুরস্কের কোনিয়ায়, ইসলামিক সলিডারিটি গেমসে অংশে নেওয়ার জন্য।
এছাড়া সমাপনী অনুষ্ঠানে পপ তারকাদের উপস্থিতি দর্শকদের মধ্যে আলোড়ন তুলবে। জনপ্রিয় গায়ক ও গায়িকারা থাকছেন আলেকজান্ডারে। সমাপনীতে কী চমক থাকবে তা নিয়ে বেশ রাখঢাক রয়েছে। আর ২০২৬ আসরের আয়োজক অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মেয়রের হাতে তুলে দেওয়া হবে গেমসের পতাকা।

(ঊষার আলো-এফএসপি)