UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৫ জন আটক

ঊষার আলো
আগস্ট ৯, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (৮ আগস্ট) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৩১ হাজার ১৪৯ পিস ইয়াবা, ৩৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ৫৩ কেজি ৪১০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ৫ বোতল ফেনসিডিল, ১০০ বোতল দেশি ও ৩০ বোতল বিদেশি মদ এবং ১৮টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ