UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্র সংঘর্ষের মামলায় আসামি ৩ হাজার

usharalodesk
এপ্রিল ১৮, ২০২১ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চট্টগ্রাম জেলার বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দু’টি মামলা হয়েছে। এই দুই মামলায় আসামি ৩ হাজারেও বেশি। শনিবার (১৭ এপ্রিল) মামলা দুইটি করেছে পুলিশ ও মালিক পক্ষ। রোববার (১৮ এপ্রিল) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির।
ওসি শফিউল কবির জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই রশিদুজ্জামান একটি মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্রে হামলা ও প্রতিষ্ঠানের সম্পত্তি নষ্ট করায় এস এস পাওয়ার প্ল্যান্টের চিফ কোঅরডিনেটর ফারুক আহমদ আরও একটি মামলা করেন। এ মামলায় ২০ থেকে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১ হাজার ৪০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় শিল্প গ্রুপ এস আলমের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আরও ২৩ শ্রমিক আহত হন।
এ ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)