ঊষার আলো রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জের একটি নদীতে নিখোঁজ হওয়া ফজলু গাজী (৬০) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিনদিন পর ভারতীয় সীমান্তবর্তী কালিন্দী নদী থেকে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।ফজলু গাজী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের মৃত ফকির আলী গাজীর ছেলে।
মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে ফজলু কালিন্দী নদীতে নৌকা নামাতে গেলে সেটি বাতাসে দড়ি ছিঁড়ে চলে যায়। নৌকাটি ধরতে ফজলু গাজীও নদীতে ঝাঁপ দেন। সীমান্তবর্তী নদী হওয়ায় কেউ তাকে সাহায্য করতে পানিতে নামেননি। আর এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
তিনি আরো জানান, বিজিবি সঙ্গে পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নৌকাটি উদ্ধার করে ফেরত দেয়। বৃহস্পতিবার সকালে ওই নদীতে ফজলু গাজীর লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তার লাশ আনা হচ্ছে।
ঊষার আলো-এসএ