UsharAlo logo
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আদমদীঘিতে প্রণোদনার সার-বীজ পেল ৩৬০ কৃষক

usharalodesk
এপ্রিল ১৮, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চলতি অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যের এসব সার-বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রাণী রায়, আদুরী তমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ছাতিয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন শেখসহ ১৯ ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, এবছর উপজেলার মোট ৩৬০ জন কৃষকের মাঝে উফশী আউশ প্রণোদনা বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

(ঊষার আলো-এমএনএস)