UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল শহরে দুই শতাধিক সিসি ক্যামেরা

usharalodesk
এপ্রিল ১৮, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আওতায় নগরজুড়ে অপরাধীদের চিহ্নিত করার পাশাপাশি মিছিল-মিটিং, সভা সমাবেশের মাধ্যমে অরজগতা সৃষ্টিকারীদের শনাক্তে দুই শতাধিক সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) সকালে নগরীর সদররোড, গীর্জমহল্লা ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরাগুলো স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে বিএমপির আওতাধীন চারটি থানার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসবে এই সিসি ক্যামেরাগুলো।
এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, ক্যামেরাগুলো স্থাপন করার কাজ সম্পূর্ণ হলে নগরীর ভেতর আপরাধ দমন ও নিয়ন্ত্রণে সহযোগীতা করবে। আধুনিক বিশ্বে আজকাল অনেক অপরাধই সিসি ক্যামেরা দ্বারা চিহ্নিত হচ্ছে।
তিনি বলেন, ক্যামেরার মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন চিহ্নিত অপরাধীদের শনাক্ত করা ও যে কোনো অপরাধকারীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া নগরীতে মিছিল-মিটিং ও সভা সমাবেশের নামে বিশৃঙ্খলাকারী অরজগতা সৃষ্টি করা ব্যক্তিদেরকে সহজেই চিহ্নিত করতে সুবিধা হবে।

(ঊষার আলো-এমএনএস)