UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রায় ৭১ লাখ টিকার ডোজ সম্পূর্ণ

usharalodesk
এপ্রিল ১৮, ২০২১ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিতে দুই ডোজ মিলিয়ে ৭০ লাখ ৮০ হাজার ৬৯৯ ডোজ টিকা দেয়া সম্পূর্ণ হয়েছে। রোববার (১৮ এপ্রিল) পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ১৪ হাজার ৯০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ লাখ ৬৬ হাজার ৬০৯ জন। টিকা গ্রহীতাদের মধ্যে ৯৭২ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। রোববার (১৮ এপ্রিল) টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৪৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৪ হাজার ৮৪২ জন।
এছাড়া, এদিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ১৯ হাজার ১ জন।
উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

(ঊষার আলো-এমএনএস)