UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে কলাবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

ঊষার আলো
এপ্রিল ১৯, ২০২১ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পাবনার ঈশ্বরদীতে কলাবোঝাই একটি ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।
গতকাল ১৮ এপ্রিল রবিবার গভীর রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জব্বার প্রামাণিক, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী। তারা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেছে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
ওসি আসাদুজ্জামান জানান, রাতে লক্ষ্মীকুণ্ডার হুদিপাড়া থেকে কলা বোঝাই করে একটি ট্রাকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। ট্রাকটি আলহাজ মোড় এলাকায় হঠাৎ করেই ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই জব্বার প্রামাণিক, মতিয়ার শাহ ও শুকুর আলীর মারা যান।
ওসি বলেন, দুর্ঘটনায় অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

(ঊষার আলো- এম.এইচ)