UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দুরকানীতে ছোট ভাইয়ের ‘রক্ত’ দেখে বড় ভাইয়ের মৃত্যু!

ঊষার আলো
এপ্রিল ১৯, ২০২১ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পিরোজপুরের ইন্দুরকানীতে ছোট ভাইয়ের হাতের আঙুল কেটে রক্ত বের হওয়া দেখে ফাইজুল হাওলাদার (১৬) নামে বড় ভাইয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। ১৮ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ফাইজুল ভবানীপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। এ বছর স্থানীয় ভবানীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
নিহতের স্বজনরা বলেন, রবিবার দুপুরে বাড়িতে একটি নারিকেল কাটার সময়ে দায়ের কোপে হাতের একটি আঙুল কেটে যায় ফাইজুলের ছোট ভাই আজিজুলের। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত পার্শবর্তী ঘোষের হাটে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ সময়ে ফাইজুলও সাথে ছিল। ছোট ভাইয়ের কাটা স্থানে সেলাই করার সময়ে অতিরিক্ত রক্ত বের হয়। আর সে রক্ত দেখেই সেখানকার পল্লী চিকিৎসক শংকর কুমার ঘোষের ফার্মেসীতে অজ্ঞান হয়ে পড়েন ফাইজুল। এরপর তাকে সেখান থেকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ফাইজুলের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

(ঊষার আলো- এম.এইচ)