UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা

pial
আগস্ট ১৮, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : জাতিক জনক বঙ্গবন্ধু ছিলেন উদার এবং মহান। সকল কে বিশ্বাস ও আস্থা করায় দেশ বিরোধীরা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেছে।

তাই স্বাধীনতা বিরোধীদের থেকে সকলকে সতর্ক থাকতে হবে। বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন সংবাদকর্মীরা।

প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদারসহ সংবাদ কর্মী বাবুল সরদার, দেলোয়ার হোসেন, নকীব সিরাজুল হক, শেখ আহসানুল করিম, অধ্যাপক মাহফিজুর রহমান প্রমুখ।

আলোচকরা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান চেয়েছিলেন ধর্ম-নিরপেক্ষ বাংলাদেশ। তিনি সমাজতন্ত্র চেয়েছিলেন। গোটা এশিয়ার মধ্যে বাংলাদেশ কে একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধকালীন দেশ-বিরোধী ষড়যন্ত্র কারীরা বঙ্গবন্ধুর সে স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। মহান এ নেতাকে স্ব-পরিবারে হত্যা করেছে।

বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রান চেষ্টা করে চলেছেন। তবে চক্রান্তকারীরা বসে নেই। সে বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে। আলোচনা সভা পরিচালনা করেন শেখ আজমল হোসেন এবং দোয়া পরিচালনা করেন আরটিভির প্রতিনিধি এসএম শামসুর রহমান।

(ঊষার আলো-এফএসপি)