UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার থেকে অফিস সময় ৮টা-৩টা

pial
আগস্ট ২২, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রী ও সংশ্লিষ্টরা এ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এখন সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারিত রয়েছে। কিন্তু রমজান মাসে অফিস সময় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত থাকে।
সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের ফলে তেলের দাম বৃদ্ধি ও কৃচ্ছতা সাধনের জন্য অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে বিদ্যুৎ সাশ্রয় হবে ও একই সাথে ট্রাফিক জ্যামও একটা ডিস্ট্রিবিউটেড হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি অফিসগুলোতে, আমি বুঝলাম না এগুলো কেন। আমরা কেবিনেট মিটিংয়ে সময় পর্দা নামানো ছিল, সব পর্দা তুলে দিয়েছি। অর্ধেকটাও লাগে না (লাইট)। সেটা নির্দেশনায় ছিল যে, সরকারি অফিসগুলোতে কোথাও পর্দা টানানো থাকবে না। এবং লাইট যত সম্ভব কম, এয়ারকুলার যত সম্ভব কম ব্যবহারের নির্দেশনা ছিল।

(ঊষার আলো-এফএসপি)