UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনভোগান্তি হলে তাৎক্ষণিক ব্যবস্থা : বাগেরহাটের ডিসির গণ শুনানী

koushikkln
আগস্ট ২৫, ২০২২ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বেসরকারী একটি সংস্থার আয়োজনে সরাসরি সেবা সংক্রান্ত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং ভোগান্তিহীন দ্রুত জনসেবা প্রদানে কার্যকর পদক্ষেপ সমূহ তুলে ধরেন ও কোনো প্রকার অনিয়ম এবং ভোগান্তি হলে তাৎক্ষণিক আইনী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

গতকাল বুধবার (২৪ আগস্ট) দুপুরে বাগেরহাটে সরকারি সেবা বিষয়ক গণশুনানী কালে সেবা গ্রহীতা বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিলের তত্বাবধায়নে প্লাট ফরম ফর ডায়েলগ (পিফরডি) প্রকল্পের অধীনে গঠিত বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহযোগিতায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

এ গণশুনানিতে স্বাস্থ্য, মানসন্মত শিক্ষা, ভূমি, বাল্যবিবাহ, সম্প্রীতি সুরক্ষা, দ্রব্যমূল্য, সুপেয় পানি, দুর্ণীতি, সচ্ছতা এবং জবাবদিহিতাসহ সরকারি ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি দপ্তরের সেবার মান বৃদ্ধির জন্য সিটিজেন চার্টার প্রদর্শন, ওয়েভ সাইট আপডেট, কমিউনিটি ক্লিনিকে সিজি ও সিএসজি কমিটির সভা নিয়মিতকরণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন এবং যথাযথ বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ ও এ্যাকশান প্লান তুলে ধরা হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে স্বাগত বক্তব্য দেন বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার।
বিষেশ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হাফিজ আল আসাদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, বাগেরহাট জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি, বাগেরহাট পৌর কাউন্সিলর এবং বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহ-সভাপতি তানিয়া খাতুন, সাধারণ সম্পাদক মোঃ আঃ সালাম শেখ, পিফরডি প্রকল্পের আর.সি শবনম মোস্তারী, সংবাদের আজাদুল হক ও জেলা ফ্যাসিলেটর গোপিনাথ সাহা।

কমিউনিটি ক্লিনিকের সিজি এবং সিএসজি কমিটির সভা নিয়মিত করতে ইউনিয়ন পরিষদকে পত্র প্রেরণ করা হবে উল্লেখ করে প্রশ্নোত্তর কালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, সু-শাসন নিশ্চিত করতে হলে প্রতিটি ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে দৃষ্ঠিভঙ্গী থাকতে হবে ইতিবাচক। তবে অনিয়ম বা’ দুর্ণীতি হলে কাউকে ছাড় দেওয়া ঠিক হবে না।

(ঊষার আলো-এফএসপি)