UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে:  এমপি সালাম মূর্শেদী

koushikkln
আগস্ট ৩০, ২০২২ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া আদর্শ ও সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা মাদারঅব হিউম্যানিটি খ্যাত শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল পর্যায়ের নেতা-কর্মীদের দ্বিধাদ্বন্দ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে থেকে আগামী সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে, মুক্তিযোদ্ধা সংসদ তেরখাদা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি তিনি বলেন।

মুক্তিযোদ্ধা তেরখাদা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়েরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিনের পরিচালনায় মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল এগারোটার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস, উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ যথাক্রমে মনসুর আলী, গোবিন্দ বিশ্বাস, কে এম নজরুল ইসলাম, মোঃ গাউস শেখ, মুন্সী হেকমত আলী, হাজী মকবুল হোসেন, নিশিকান্ত বাড়ই, শেখ হুমায়ুন আহমেদ, শেখ আলী মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মোঃ কায়নাত হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামীম হাসানসহ উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য সামাজিক রাজনৈতিক এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মোস্তফা কামাল।