UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের মোড়েলগঞ্জের কামলা বাজার এলাকায় মুদি দোকানে শত্রুতাবশত অগ্নি সংযোগ

pial
সেপ্টেম্বর ৪, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা এলাকার স্থানীয় আওয়ামী লীগ সভাপতির মুদিদোকানে শত্রুতাবশত অগ্নি সংযোগ করা হয়েছে।

শনিবার দিনগত গভীর রাতে কেরোসিন দিয়ে কে বা কাহারা এ আগুন দিয়েছে তা সনাক্ত হয়নি। খবর পেয়ে পাশর্^বর্ত্তি ফাড়ি পুলিশ রবিবার সকালে ওই দোকান পরিদর্শন করেছে। স্থানীয়রা জানায়, রামচন্দ্রপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রবীন আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বর আব্দুল ওয়াদুদ খানের কামলা বাজারের পাশেও ওই মুদি দোকানে কে বা কাহারা ওই রাতে আগুন ধরিয়ে দেয়।

দোকানটি বাড়ীর পাশে হওয়ায় রাতেই লোকজন বের হয়ে পানিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময়ের মধ্যে দোকানের বৈদুৎতিক মিটারসহ দোকানের অবকাঠামো কিছু মালামাল পুড়ে যায়। সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ খান জানান।

তিনি বলেন, শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি মোড়েলগঞ্জ থানা পুলিশ কে জানানো হয়েছে। রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম হাওলাদার বলেন, প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ খানের মুদিদোকানে শত্রুরা কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি থানা পুলিশ কে জানানো হয়েছে। পুলিশ এসে পরিদর্শন করে গেছে। এর আগেও একবার ওই নেতার দোকানে আগুন দেয় দুবৃর্ত্তরা।

(ঊষার আলো-এফএসপি)