ঊষার আলো রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৮ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় পর্যায়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আনন্দ মোহন কলেজ। র্যাংকিংয়ে চতুর্থ স্থান লাভ করেছে ১৯০৮ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি।
সারা দেশের মধ্যে আনন্দ মোহন কলেজ চতুর্থ স্থান অধিকার করায় উচ্ছ্বসিত কলেজটির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমান উল্লাহ বলেন, দেশের সেরা পাঁচটি কলেজের মধ্যে আনন্দ মোহন কলেজ রয়েছে, এটি অবশ্যই ভালো লাগার মতো ও গর্বের ব্যাপার। তবে আমরা চাই, আনন্দ মোহন কলেজকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে। সেজন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আশা করি ভবিষ্যতে এক নম্বর স্থানে যেতে পারব।
অধ্যক্ষ আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে একাডেমিক, নন-একাডেমিক, এক্সট্রা কারিকুলামসহ অন্যান্য বিষয়গুলোতে আমাদের ছেলে-মেয়েরা আগের চেয়ে অনেক ভালো করছে। সম্প্রতি ‘এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি’ বিতর্কে চ্যাম্পিয়ন হয় আনন্দ মোহন কলেজ টিম। ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে ব্রোঞ্জপদক পান আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী তাহজিব হোসেন খান। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ২০২২-এ কলেজ টিমের বিতার্কিক রাউন্ড পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী। এছাড়াও কলেজটি থেকে এবার ৫৬ জন শিক্ষার্থী মেডিকেলে এবং ২১ শিক্ষার্থী বুয়েটে চান্স পেয়েছে।
কলেজের অগ্রগতির জন্য একাডেমিক পরিবেশ ও অবকাঠামোগত বেশ কিছু বিষয়ে উন্নত করার ব্যাপারে বিশেষ নজর দেওয়া হচ্ছে জানিয়ে অধ্যাপক আমান উল্লাহ বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানোন্নয়নে মানসম্মত শিক্ষাদানে আমরা বদ্ধপরিকর। তারা যেন এখান থেকে পড়াশোনা করে দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে। বাস্তব জীবনে এই জ্ঞান কাজে লাগাতে পারে, আমরা সেদিকে খেয়াল রাখছি।
এ র্যাংকিং অনুযায়ী জাতীয় পর্যায়ে ৭০.৫৪ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ। ৬৪.৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ। ৬৩.৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ। চতুর্থ হওয়া আনন্দ মোহন কলেজ পেয়েছে ৬৩.৩৯ পয়েন্ট এবং ৬৩.২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে রংপুরের কারমাইকেল কলেজ।
জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ হিসেবে ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ ও সেরা সরকারি কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে ঢাকা কমার্স কলেজ।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৮৮১টি কলেজ থেকে ২৯১টি কলেজ র্যাংকিংয়ের জন্য আবেদন করে। পরে ৩১টি ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে যাচাই-বাছাই শেষে অভিজ্ঞ শিক্ষক-কর্মকর্তারা চূড়ান্ত ওই তালিকা তৈরি করেছেন।
তালিকায় জাতীয় পর্যায়ে আটটি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ৪টি, সিলেট অঞ্চলে ৬টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে।
ঊষার আলো-এসএ