UsharAlo logo
বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আরেক মামলায় মামুনুলকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, চাওয়া হবে রিমান্ড

ঊষার আলো
এপ্রিল ২০, ২০২১ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে নারায়ণগঞ্জের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই মামলায়ও তাকে রিমান্ডের আবেদন করা হবে।
আজ ২০ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
বর্তমানে হেফাজত নেতা মামুনুল হক ৭ দিনের রিমান্ডে রয়েছে। মোহাম্মদপুর থানায় মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাতে গুরুতর জখম, চুরি, হুমকি ও ধর্মীয় কাজে ইচ্ছাকৃতভাবে গোলযোগের অভিযোগে দায়ের করা একটি মামলায় গতকাল তাঁকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
এর আগে ১৮ এপ্রিল রবিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গণমাধ্যমকে বলেছেন, ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে আটক করেছি। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)