UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় হৃদরোগ হাসপাতালে ২০০ শয্যা করোনা ইউনিট চালু

usharalodesk
এপ্রিল ২০, ২০২১ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে করোনা চিকিৎসায় যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা। চলতি সপ্তাহেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) চালু হয়েছে কোভিড ইউনিট। এতে হৃদরোগে আক্রান্ত কোভিড রোগী ছাড়াও যে কোনো করোনা রোগীই সেবা পাবে।
সেন্ট্রাল অক্সিজেন সরবারহ, হাইফোনজেল ক্যানলা আর আইসিইউ সুবিধাও থাকছে এ কোভিড ইউনিটে। এ নিয়ে গত ১ সপ্তাহে রাজধানীতে করোনা চিকিৎসায় বারো’শ শয্যা যুক্ত হচ্ছে।
করোনার দ্বিতীয় ধাক্কায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃতের মিছিল। হাসপাতালগুলোতেও বাড়ছে হাহাকার। প্রকট হচ্ছে শয্যা সংকট। এমন অবস্থায় কিছুটা হলেও স্বাস্তির কথা জানিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটেউট। এরইমধ্যে চালু হয়েছে ২০০ শয্যার কোভিড ইউনিট।
হৃদরোগ হাসপাতাল হলেও এখানে যে কোনো কোভিড রোগী এসেই সেবা নিতে পারবে এ হাসপাতালে। প্রাথমিকভাবে ১০০ বেড চালু হলেও শিগগিরই চালু হবে পুরো ইউনিট। সেই প্রস্তুতি চলছে বলে জানান হাসপাতাল কর্তৃপ।
এনআইসিভিডির সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক সিয়াম বলেছেন, বাংলাদেশে একমাত্র সরকারিভাবে কার্ডিয়াক সার্জারি এখানে হয়ে থাকে, এসব কিছু মাথায় রেখে কোভিড ইউনিট করা হয়েছে, কোভিড ইউনিট তৈরির নির্দেশনা এসেছে, সেভাবে সুরা মেনেই কাজ করা হবে।
এ হাসপাতালের কোভিড ইউনিটের পুরোটাই থাকছে সেন্ট্রাল অক্সিজেনেরে আওতায়। প্রয়োজনে আইসিইউ সেবা পাবে ভর্তি রোগীরা। এছাড়া হাইফো নজেলের মাধ্যমে অক্সিজেনের সরবারহের ব্যবস্থা নিশ্চিত করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপ। এ নিয়ে গত ১ সপ্তাহে রাজধানীতে করোনা চিকিৎসায় বারো’শ শয্যা যুক্ত হলো।

 

(ঊষার আলো- এম.এইচ)