বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদরের ডেমা ইউনিয়ন পরিষদ পার্কে এক শিশু মেয়েকে ইভটিজিং করায় জাকির মিনা (৪৫) নামের একজন গ্রাম্য লম্পট কে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত জাকির মীনা ডেমা কালিয়া গ্রামের নুর আলী মিনার ছেলে।
স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির মাল নিতে আসা এক শিশু মেয়ে(১০)কে জাকির মিনা বুধবার দুপুরের দিকে ফুসলিয়ে ডেমা ইউনিয়ন পরিষদ পার্কের ভিতর নিয়ে যায় এবং অশালিন অঙ্গভঙ্গি করাকালে স্থানীয়রা হাতে-নাতে জাকির কে ধরে ফেলে। তাকে প্রথমে ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে নেয়ার পর বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।
এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে জাকির কে ৩ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রতিবেদক জানান, ইভটিজিং করার অপরাধ স্বীকার করায় জাকির মিনা কে ৫০৯ ধারায় দোষী সাব্যস্থ হওয়া ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)