UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজা হিসেবে শপথ নিলেন তৃতীয় চার্লস

pial
সেপ্টেম্বর ১০, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে ব্রিটেনের নতুন রাজা হলেন তার ছেলে তৃতীয় চার্লস। দায়িত্ব পাওয়ার পর এবার নতুন রাজা হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছর বয়সী চার্লস।

শনিবার (১০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেন্ট জেমস প্রাসাদে একটি বিস্তৃত রাজকীয় অনুষ্ঠানে শপথ নেন করেন তৃতীয় চার্লস। সেসময় তিনি সমবেত গণ্যমান্য ব্যক্তিদের সম্বোধন করেন, রাজা চার্লস তার মা ও তার স্ত্রী রানী ক্যামিলার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে রাজার দায়িত্ব পাওয়ার পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে তিনি তার যুক্তরাজ্য এবং অন্যান্য রাজ্যের ও বিশ্ববাসীকে আজীবন সেবা দেওয়ার অঙ্গীকার করেন।

চার্লসকে রাজা হিসেবে নামকরণ করার আগে অ্যাকসেসন কাউন্সিল কর্তৃক আনুষ্ঠানিকভাবে রানির মৃত্যু ঘোষণা করা হয়েছিল।

৭৩ বছর বয়সী চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হয়েছিলেন। আর মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয়।

(ঊষার আলো-এফএসপি)