UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে ইউএস ওপেন পোলিশ তরুণীর

ঊষার আলো
সেপ্টেম্বর ১১, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক: দু’জনের সামনেই ছিল ইতিহাস গড়ার হাতছানি! দু’জনই প্রথমবারের মতো উঠেন ইউএস ওপেনের ফাইনালে। কিন্তু নিউইয়র্কের আর্থার অ্যাশ এরিনায় ফাইনালটা ঠিক ফাইনালের মতো হয়নি! ইগা শিয়াওতেক আর ওন্স জাবিরের ম্যাচ ছড়ায়নি রোমাঞ্চ।। তিউনিসিয়ার জাবিরকে সরাসরি সেটে তাকে হারিয়ে ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন শিয়াওতেক।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে শনিবার রাতে জাবিরকে ৬-২, ৭-৬ (৭-৫) গেমে হারিয়েছেন পোলান্ডের ২১ বছর বয়সী শিয়াওতেক। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পোল্যান্ডের তারকার এটি প্রথম ইউএস ওপেন। একইসঙ্গে এটি তার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম।

অথচ ফেভারিট ছিলেন ২৮ বছর বয়সী জাবির। কিন্তু প্রথম গ্র্যান্ড স্ল্যাম পাবো পাচ্ছি করেও পেলেন না। গত জুলাইয়ে উইম্বলডনের ফাইনালে হার মানেন তিনি। ফের হতাশা নিয়ে কোর্ট ছাড়তে হলো তাকে।

অবশ্য শিয়াওতে যেন সেরা সময়টা পার করছেন। ২০২২ সালে হারতেই ভুলে গেছেন। এনিয়ে টানা ৩৭ ম্যাচ জিতলেন এই পোলিশ। তবে ইউএস ওপেন বলেই হয়তো প্রত্যাশার লাগাম টেনে রেখেছিলেন। আবার জাবিরও বুঝতে পারছেন গ্র্যান্ড স্ল্যাম জিততে অপেক্ষা করতে হবে তাকে।

টানা দুটি গ্ল্যান্ড স্ল্যামের ফাইনালে হারার পর জাবির বলছিলেন, ‘দেখুন, হার-জিত খেলারই অংশ। প্রথম ডব্লিউটিএ শিরোপা জিততে আমাকে সংগ্রাম করতে হয়েছে, আমার অনেক সময় লেগেছে। আমি মনে করি, গ্র্যান্ড স্ল্যাম জিততেও সময় লাগবে আমার।’

ঊষার আলো-এসএ