UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক গাড়িতে ২৭ জন, ভিডিও ভাইরাল

ঊষার আলো
সেপ্টেম্বর ১২, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাধারণত ছোট অথবা মাঝারি আকারের প্রাইভেট কারে চালকসহ পাঁচ থেকে ছয়জনের বেশি বসা সম্ভব হয় না। সেখানে ছোট একটি মিনি কুপার গাড়িতে সওয়ার হয়েছেন একসঙ্গে ২৭ জন।সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ব্রিটেনের এই রেকর্ডটি গিনেস বুকে নথিভুক্ত হয়েছিল ২০১৪ সালে ৬ সেপ্টেম্বরে।

জানা গেছে, এজন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল মিনি কুপারটিকে। গাড়িটির ভেতরে কাস্টোমাইজড সিট ব্যবহার করা হয়েছিল, যেন ২৭ জন নানা কায়দায় প্রবেশ করতে পারেন।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একে একে ২৭ তরুণী সাদা মিনি কুপার গাড়িতে উঠেন। সবাই নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী গাড়ির ভেতরে ঢোকেন। একে অপরের কোলে-কাঁধে-পিঠে চরে বসেন।

জিনিসপত্রের মতোই গাড়ির ভেতরে তরুণীদের ঠেসে ঢোকাতে দেখা যায়। একটা সময় বাস্তবিক ২৭ জনই উঠে পড়েন ছোট গাড়িতে।রেকর্ডের জন্য চীনের তরুণী শিয়া লি ও তার দল মিনি চীনার সদস্যদের হাতে গিনেস সম্মান স্মারক তুলে দেওয়া হয়।

এর আগে ভারতের উত্তরপ্রদেশের এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, একটি অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন মোট ২৭ জন। দ্রুত গতিতে অটোরিকশাটি যাওয়ার সময় পুলিশ সেটি থামায়। সবাইকে নামতে বললে, অটো থেকে একে একে নেমে আসেন চালকসহ মোট ২৭ জন। এমন ঘটনা হয়তো এখন পর্যন্ত কোনো সিনেমার কমেডি দৃশ্যের জন্যও ভাবা হয়নি!

ঊষার আলো-এসএ