UsharAlo logo
বুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে মাছের ঘের থেকে অজগর উদ্ধার

pial
সেপ্টেম্বর ১২, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ের একটি মাছের ঘের থেকে ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। মোংলা উপজেলার লাল খাঁ গ্রামের জনৈক তরিকুল ইসলামের মাছের ঘের থেকে রবিবার (১১ সেসপ্টেম্বর) দুপুরে অজগরটি উদ্ধার করা হয়।
পরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। ঘের মালিক তরিকুল ইসলাম জানান, মাছের ঘেরে অজগরটি দেখতে পেয়ে বনবিভাগ ও বাঘবন্ধু সদস্যদের খবর দেই। পরবর্তীতে জিউধরা ফরেষ্ট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরসহ বনরক্ষীরা এসে অজগরটি উদ্ধার করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান মোক্তাদির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজগরটিকে উদ্ধার করা হয়েছে। পরে সুন্দরবনের বৈদ্যমারি টহলফাড়ী সংলগ্ন বনা লে অজগরটিকে অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত অজগরটি সাত ফুট লম্বা এবং ওজন ৫ কেজি। সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাদ্যের সন্ধানে অজগর সাপগুলো প্রায়ই গ্রামে চলে আসে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।

(ঊষার আলো-এফএসপি)