UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এমপি পত্নী শারমিন সালামের সহযোগিতায় তেরখাদা মাদ্রাসা শিক্ষার্থীদের পদ্মা সেতু ভ্রমণ

koushikkln
সেপ্টেম্বর ১২, ২০২২ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: খুলনা-০৪ আসনের এমপি পত্নী বিশিষ্ট সমাজসেবক এনভয় গ্রুপের পরিচালক নাচুনিয়া জুনারী দাখিল মাদ্রাসার সভাপতি সারমিন সালামের সার্বিক সহযোগিতায় অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ শেখ হাসিনা সরকারের দক্ষিণবঙ্গের মানুষের জন্য নির্মিত স্বপ্নের পদ্মা সেতু শিক্ষা সফর-২০২২ সফলভাবে আনন্দঘন মুহ‚র্তের মাধ্যমে শেষ হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বাস-যোগে যাত্রা শুরু করে দুপুর ১২ টার সময় সেতু এলাকায় পৌঁছে সবার মধ্য যেন এক মিলনমেলার পরিণত হয়।বাংলাদেশের প্রমত্ত উত্তাল পদ্মার বুকে সবচেয়ে দীর্ঘ এ সেতু দেখে শিক্ষক-শিক্ষার্থী সহ সকলেই অভিভ‚ত হয়ে সকলের চোখে মুখে উচ্ছ¡াস ও আনন্দের ছাপ পরিলক্ষিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি,সুপার খান লিয়াকত আলী, সহকারী সুপার আব্দুর রহিম, শিক্ষক ফারুক আহমেদসহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীরা।

পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি পতœী সারমিন সালাম ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা মোঃ সাজ্জাদ হোসেন।