UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ঊষার আলো
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে থানার প্রাঙ্গণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত  সাংবাদিক , জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে পুলিশের সেবার মান নিয়ে অভিযোগ, করনীয় ও পরামর্শ বিষয়ে  অলোচনা  করেন তিনি।

ওপেন হাউজ ডে বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুল্লাহ আল কাফি, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান,  দোহার সার্কেল এএসপি আরিফুল ইসলাম,  নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখসহ পুলিশ বাহিনীর সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

ঊষার আলো-এসএ