বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া থানা পুলিশ আলতাফ খান (৫৫) নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলতাফ খান কচুয়া উপজেলার সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আরশেদ আলী খানের ছেলে।
কচুয়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, গোঁপন খবরের ভিত্তিতে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকেলে তার নিজ বাড়ী থেকে আলতাফ কে আটক করে। সে জিআর -৩২/১৮ নং মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক জীবন-যাপন করছিল।
(ঊষার আলো-আরএম)