UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত হত্যা বন্ধেও ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী

pial
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতার ৫১ বছর পর সাধারণ মানুষের দ্রব্যমূল্য স্থিতিশীল, দুর্নীতিরোধে ব্যর্থতার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধেও ব্যর্থ সকল সরকার। তাদের ব্যর্থতা ঢাকতে তারা রাজনৈতিক কিছু গৃহপালিতর নাটক মঞ্চস্থ করছে। সাধারণ মানুষকে সকল নাটক দেখা বন্ধ করে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের দাবি বাস্তবায়নে।

১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় তোপখানা রোডে অনুষ্ঠিত সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবিতে এক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক কামাল আহমেদ প্রমুখ।

নেতৃবৃন্দ এসময় মোমিন মেহেদী ৫১ বছরে ভারত-বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত এলাকায় ৩ হাজার ২ মানুষ হত্যার শিকার হয়েছে। কিশোরী ফালানী, শিক্ষার্থী মিনারুলসহ অসংখ্য মানুষ সীমান্তে হত্যার শিকার হচ্ছে। গড়ে ৬২ জন নির্মম হত্যাকান্ডের শিকার হচ্ছে কেবলমাত্র যথাযথ পদক্ষেপ আর বিচারের সংস্কৃতি তৈরি করতে ব্যর্থ হওয়ায়। আমরা ব্যর্থতার রাজনীতি-কূটনীতিকদের জাত থেকে মুক্তি চাই। সাধারণ মানুষ মুক্তি চায় অপরাধ-দুর্নীতির রাম রাজত্ব থেকে।

(ঊষার আলো-এফএসপি)