UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুতুপালংয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে ঘুমধুম কেন্দ্রের শিক্ষার্থীরা

usharalodesk
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়টি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবস্থিত। এটি ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য একটি অনুমোদিত কেন্দ্র।

কিন্তু মিয়ানমার সীমান্তে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের  উৎকন্ঠা বিবেচনায় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রটি কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) কুতুপালং উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা।কুতুপালং এলাকার ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হেলাল উদ্দিন বলেন, ‘মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরীক্ষার্থীদের কুতুপালং উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।’

এর আগে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বান্দরবানের এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজারে করা হয়েছে। এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৯ জন।

ঊষার আলো-এসএ