বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা সদরের গোটাপাড়া আলোকদিয়া গ্রামে ২টি বসতবাড়ীর গোয়াল থেকে চোরেরা ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে। শুক্রবার দিনগত রাতের যেকোন সময়ে অজ্ঞাত চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। শনিবার সকালে এ খবর পেয়ে স্থানীয়রা ওই দ্ইু বাড়ীতে জড়ো হয়ে গরু চুরি ঘটনা শোনেন।
স্থানীয়রা জানান, এলাকার নজরুল ইসলাম মাষ্টারের গোয়াল থেকে একটি বাছুরসহ ৩ টি গরু ও পাশর্^বর্ত্তি আমির আলীর গোয়াল থেকে একটি গাভী চুরি করে নিয়ে যায়। গৃহকর্তা নজরুল ইসলাম বলেন প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যয় গরু ৩ টিকে খাবার খাইয়ে গোয়ালে রাখি। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালে গরু ৩ টি নাই। গোয়ালের গেট খোলা। এর মধ্যে খবর পাই পাশের আমীর আলীর বাড়ীতে প্রবেশের গেটের তালা ভাঙ্গা এবং ওই বাড়ীর গোয়াল থেকে একটি বড় গাভী চুরি হয়েছে।
অজ্ঞাত চোরেরা রাতেই এ ৪ টি গরু চুরি করে নিয়ে গেছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন এলাকায় গরু চুরি বন্ধ ছিল। আবার চুরি শুরু হয়েছে। রাতে পিক-আপ, নসিমন ও করিমনে গরু ছাগল বহন নিষিদ্ধ না করলে সাধারন মানুষের গোয়াল থেকে গরু চুরি প্রতিরোধ করা যাবে না। জানা গেছে, এর আগে গরু চুরি করে ধরা পড়া কয়েকজন গরু চোর আদালত থেকে জামিনে বের হয়ে আবারও এলাকায় সন্দেহ জনক ঘোরা ফেরা করছে।
রাতে ৪ টি গরুর চুরির বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, গরু চুরি হওয়ার খবর পেয়ে থানা থেকে এলাকায় এসআইসহ পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
(ঊষার আলো-এফএসপি)