ঊষার আলো রিপোর্ট : যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় ২ কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ হৃদয় হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কের উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম।
আটক হৃদয় হোসেন বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বালুন্ডা সড়কে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ওই ব্যক্তির হাতে থাকা একটি শপিং ব্যাগসহ তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করলে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। তিনি আরও জানান, স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ঊষার আলো-এসএ