UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের মোল্লাহাটে সন্ধ্যা প্রদীপের মাধ্যমে ভয়াবহ অগ্নিকান্ড, বসত ঘর পুড়ে ছাই

pial
সেপ্টেম্বর ২০, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের একটি বাড়ীতে সন্ধ্যা প্রদীপের আগুনে পুড়ে বসতঘর ছাই হয়ে গেছে।

সোমবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় উপজেলার বড় গাওলা গ্রামের দেবু গাইনের বাড়ীতে প্রতিদিনের ন্যায় সোমবারও বসতি ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়। অসাবধনতার কারনে উক্ত সন্ধ্যা প্রদীপের থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূহুর্তের মধ্যে উক্ত আগুন পুরো ঘরে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ীর লোকজনের ডাক-চিৎকারে গ্রামের শত শত মানুষ ছুটে এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা করে।

প্রায় এক ঘন্টা চেষ্টা করে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ওই সময়ের মধ্যে দেবু গাইনের বসতঘর, ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র, গোলার ধান ও তিন বস্তা চাল সহ সর্বস্ব পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দেবু গাইন মঙ্গলবার সকালে জানান, সন্ধ্যা প্রদীপের আগুনে তার বসতঘর পুড়ে ছাই হয়ে গেলেও পরিবারের সকলে অক্ষত আছেন। একটি মেয়ের এসএসসি পরীক্ষা চলমান রয়েছে। সবকিছুর সাথে মেয়েটির লেখাপড়ার কাগজপত্র পুড়ে গেছে, সে যেন পরীক্ষা দিতে পারে এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

খবর পেয়ে ফায়ার সাভিসের সদস্যরাও ওই বাড়ী পরিদর্শন করেছে। মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, ওই পরিবারকে সাধ্যমত সহযোগিতা করা হবে।

(ঊষার আলো-এফএসপি)