UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে আসা ২২ ট্রাক গরু আটক

pial
সেপ্টেম্বর ২০, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বান্দরবানের আলীকদমে ২২টি ট্রাকে আসা ১১৮টি গরু এবং মহিষ আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো মিয়ানমার হতে পাচার হয়ে এসেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-৫৭ ব্যাটালিয়নের অভিযানে আলীকদমের কানা মেম্বার ঘাট থেকে গবাদি পশুগুলো আটক করা হয়েছে। এর পর সেগুলো ৫৭ বিজিবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম জানান, আটক গবাদি পশুর মধ্যে বেশ কয়েকটি মহিষও আছে। পশুগুলো মিয়ানমার থেকে আনা হয়েছে কিনা তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মিয়ানমার থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ গরু, মহিষ পাচার হয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে ৫৭ বিজিবির সহযোগিতায় গরুগুলো আটক করা হয়েছে। আর বর্তমানে গরুগুলো আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)