UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর বোর্ডের ৪ বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত

ঊষার আলো
সেপ্টেম্বর ২১, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : অনিবার্য কারণে দিনাজপুর বোর্ডের চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধাবর (২১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর বোর্ডের উপ পরীক্ষক নিয়ন্ত্রক মো. মানিক হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও কৃষিবিজ্ঞান বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এছাড়া, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে, অনিবার্য কারণে চলমান এসএসসি পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও কৃষিবিজ্ঞান বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। এই চারটি বিষয় ছাড়া অন‌্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

ঊষার আলো-এসএ