ঊষার আলো রিপোর্ট : ৬ মার্চ শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সিমেন্ট বোঝাই ১ টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি ও টমটমকে চাপা দেয় এসময়ে ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, কক্সবাজার শহরের কলাতলীর দক্ষিণ আদর্শ গ্রামের মোমেনা বেগম (৬৫) ও শাহাদাত হোসেন নামে ১ জন। নিহত শাহাদাত হোসনের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে।
আহতদের মধ্যে ওসমান গনি নামে ১ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন আবদুর রহমান চৌধুরী ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সিমেন্টবাহী ট্রাকটি কক্সবাজার শহরে আসার পথে কলাতলী মোড়ের পাহাড়ি ঢালু রাস্তায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ২ টি সিএনজিচালিত অটোরিক্সা ও কিছু পথচারী লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শাহদাত হোসেন।
৮ জনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে কক্সবাজার দমকল বাহিনীর সদস্যরা।
(ঊষার আলো-এম.এইচ)