ঊষার আলো প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খুলনার এনটিভি’র ব্যুরো প্রধান আবু তৈয়েবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে খুলনা থানায় নিয়ে যাওয়া হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বাদী হয়ে এই মামলাটি করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এনটিভির খুলনা ব্যুরো প্রধান আসামী আবু তৈয়ব ও দৈনিক লোকসমাজের রামপাল সংবাদ দাতা সবুর রানাকে সহযোগী আসামী দেখিয়ে এই মামলা দায়ের করা হয়। রাত সাড়ে ১০টার দিকে নূরনগরস্থ নিজস্ব বাসভবন থেকে তাকে পুলিশ তাকে গ্রেফতার করে খুলনা সদর থানায় নিয়ে যায়।
এর আগে গত ১৮ এপ্রিল (রোববার) সাংবাদিক আবু তৈয়বের তার ব্যক্তিগত ফেসবুকে “বন্ড লাইসেন্স ম্যানেজিং ডাইরেক্টর খুলনা সিটি মেয়র?? শুল্ক ফাঁকীর জন্য আড়াই কোটি টাকার অর্থ দণ্ড, পাঁচকোটি তেপ্তান্ন লাখ টাকা দাবী নামা। বন্ড লাইসেন্স বাতিল।” শিরোনামে দীর্ঘ পোস্ট দেন।