ঊষার আলো রিপোর্ট : সুনামগঞ্জের হাওরে কৃষকরা ব্যস্ত ক্ষেতের ধান কাটা নিয়ে আর কিষানিরা ব্যস্ত ধান শুকিয়ে গোলায় তোলার জন্য। জেলায় দেখার হাওর, শনির হাওরসহ ছোট বড় অর্ধশতাধিক হাওর ঘিরে চোখে পড়বে এমন দৃশ্য। কৃষকরা বলেছেন, ধান কাটার মেশিন সংকটের কারণে ক্ষেতের পাকা ধান পড়ে রয়েছে। তবে কৃষি বিভাগ দাবি করেছে কোনো সংকট নেই।
চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জ জেলার হাওরে ও হাওরের বাইরে ২ লাখ ২৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে স্থানীয় হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বোরো আবাদ করা হয়েছে। ২০ এপ্রিল পর্যন্ত কাটা হয়েছে ৬০ হাজার হেক্টর জমির পাকা ধান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ধান কাটার জন্য জেলায় ২৯৩টি কম্বাইন্ড হারভেস্টার, ১৩০টি রিপার ও ২ লাখ ধান কাটার শ্রমিক মাঠে কাজ করছে। বাইরের জেলা থেকে এ বছর ২০ হাজার শ্রমিক ধান কাটার জন্য এসেছে।
সুনামগঞ্চ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ফরিদুল হাসান বলেছেন, হাওরের ধানকাটার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
গতবার এসময়ে হাওরে ২০ ভাগ ধান কাটা হয়েছিল আর চলতি বছর ৩৬ ভাগ ধান কাটা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
(ঊষার আলো- এম.এইচ)