UsharAlo logo
শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে হেরোইনসহ ২ মাদক বিক্রেতা আটক

ঊষার আলো
অক্টোবর ১, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: বাগেরহাটের রামপালে হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রামপাল উপজেলার মানিকনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মানিকনগর গ্রামের মো. শহিদ মোড়লের ছেলে মো. বেল্লল মোড়ল (৩৫) এবং হালিম শেখের ছেলে জসিম শেখ (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেল্লাল মোড়লের বাড়িতে অভিযান পরিচালনা করে বেল্লাল ও জসিম নামের দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

ঊষার আলো-এসএ