UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

 মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টা : দু’সন্তানের জনক গ্রেফতার 

koushikkln
অক্টোবর ৪, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর এলাকায় একজন মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রঞ্জন হালদার (৩৮) নামের দুই সন্তানের জনককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৩ অক্টোবর) বিকেলে উপজেলার রাজাপুর গ্রামের অবসরপ্রাপ্ত একজন স্কুল শিক্ষকের বাড়ির পরিত্যাক্ত বারান্দায় লুকানো অবস্থায় রঞ্জন হালদার কে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে জানান শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন।

ভিকটিম ওই মাদ্রাসাছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে রাজাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী (১৯)। বৃষ্টির কারণে ওই সময় আশেপাশে কোন লোকজন ছিলনা। রাস্তায় ওই ছাত্রীকে একা পেয়ে ওই গ্রামের দিনমজুর দুই সন্তানের জনক রঞ্জন হালদার মেয়েটির পথ আগলে দাঁড়ায়। তার মুখ চেপে ধরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য টানা হেচড়া করতে থাকে। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ছাত্রীর আত্মচিৎকার শুরু করলে রঞ্জন হালদার তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। লোকজন এসে মাদ্রাসা ছাত্রী ও ঘটনাস্থলে পড়ে থাকা রঞ্জনের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে। খবর পেয়ে ঘটনার পরপরই শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই সোমবার দুপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ রঞ্জন হালদারকে আটক করে।