UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সবজির বাগানে গাঁজা চাষ, চাষী গ্রেপ্তার

usharalodesk
এপ্রিল ২১, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বগুড়ার আদমদীঘিতে বিশটি গাঁজার গাছসহ ইয়াছিন আলী মন্ডল (৬২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী ইয়াছিন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির শালগ্রামের মৃত আজিম উদ্দীন মন্ডলের ছেলে।

গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ইয়াছিন তার বাড়ির পাশে সবজি চাষের জমিতে গাঁজার গাছ লাগিয়ে চাষ করছিলেন। থানা পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালের দিকে অভিযান চালিয়ে ওই বাগান থেকে মোট ২০টি গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন জানিয়েছেন, ২০টি গাঁজার গাছ জব্দসহ ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

(ঊষঅর আলো-এফএসপি)