UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলতলায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

koushikkln
অক্টোবর ১০, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ফুলতলা থানা এলাকা হতে ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে।

সোমবার (১০ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বেলা ২টার দিকে ফুলতলা থানাধীন ২নং দামোদর ইউনিয়নের মধ্য আলকা গ্রামস্থ সুপার ব্রিকস্ ইন্ডাস্ট্রিজ লিঃ এর প্রধান ফটকের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ রুবেল শেখ (২৩), গ্রেফতার করে। আসামীর হেফাজত হতে ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এ ঘটনায় ফুলতলা থানার মামলা নং-১১, তারিখ- ১০/১০/২০২২ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করে। উল্লেখ্য যে, উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে ৩ টি মামলা রয়েছে।