ঊষার আলো ডেস্ক : তিন জাতির টি-২০ টুর্নামেন্টে ৪টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ম্যাচ দুটি খেলে ফেলেছে। আর দুটিই হেরেছে।
ক্রাইস্টচার্চে পাকিস্তানের কাছে হেরেছে ২১ রানে, আর রবিবার স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮ উইকেটের পর্বতসমান ব্যবধানে। এ দুটি ম্যাচেই টাইগারদের খোলশ ছেড়ে খেলতে দেখা যায়নি। বিশেষ করে ব্যাটিংয়ে কোনও ক্রিকেটারকেই সাবলীল ব্যাটিং দেখা যায়নি। ব্যাটিংয়ে সাবলীল ব্যাটিং করতে না পারার ব্যাখ্যায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান জানান, ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে, ‘শীর্ষ ৩-৪ ব্যাটসম্যানের কাউকে দায়িত্ব নিতে হবে ও ১৫-১৬ ওভার পর্যন্ত ব্যাটিং করে যেতে হবে। এটাই আমরা চাই, এ মুহূর্তে হয়তো সেটা হচ্ছে না। কিন্তু আমরা চেষ্টা করে যাব। অবশ্য দুটি ম্যাচেই বোলাররা বেশ ভালো করেছে।
(ঊষার আলো-এফএসপি)