ঊষার আলো ডেস্ক : ত্রিদেশীয় টি-২০ সিরিজে গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে নয় উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ১৩০ রান সংগ্রহ করে।
পাকিস্তানের পক্ষে ইফতিখার ২৭, আসিফ আলি ২৫ ও বাবর আজম ২১ রান করেন। নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার এবং টিম সাউদি দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে ১৬.১ ওভারে এক উইকেট হারিয়ে ১৩১ রান করে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ৬২ এবং ডেভন কনওয়ে ৪৯ রান করেন নিউজিল্যান্ডের পক্ষে। আর ম্যাচসেরার পুরস্কার পান নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল। এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড।
(ঊষার আলো-এফএসপি)