UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বাসচাপায় নিহত ৪

ঊষার আলো
অক্টোবর ১৫, ২০২২ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানগাড়িতে থাকা চার আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন।তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে একটু উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি মাছভর্তি ভ্যানগাড়িতে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।

এতে ভ্যানগাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে এরা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।তিনি আরও জানান, এ ঘটনায় বাসটি আটক করে ডাম্পিং করা হলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।

ঊষার আলো-এসএ