UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

koushikkln
অক্টোবর ১৫, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে (মাঝি) উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। নিহতরা হলেন, ১৩ নম্বর থাইংখালী এফ বøকের হেড মাঝি মোহাম্মদ আনোয়ার (৩৮) ও এফ-২ বøকের সাবমাঝি মৌলভী মোহাম্মদ ইউনুস (৩৮)।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে উখিয়ার থাইংখালী তাজনিমারখোলা সংলগ্ন ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ গণমাধ্যমককে জানান, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ১৫-২০ জনের দুষ্কৃতিকারী ১৩ নম্বর উখিয়া থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়ে।

এ সময় তারা এফ বøকের হেড মাঝি মো. আনোয়ার ও এফ-২ বøকের সাব মাঝি মৌলভী ইউনুস দেশিয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে ইউনুস মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের ধরতে এপিবিএন এর একাধিক টিম অভিযান পরিচালনা করছেন।