UsharAlo logo
শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার

usharalodesk
অক্টোবর ১৬, ২০২২ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকসহ আটকের পর পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানোর ১৭ দিন পর সেই আসামি ইসমাইল হোসেন বয়াতিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে সোনাইমুড়ী উপজেলা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। ইসমাইল হোসেন বয়াতি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের জামাইরটেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, শনিবার রাতে ইসমাইলকে সোনাইমুড়ী উপজেলার বাইপাস মোড় এলাকা থেকে র‌্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আটকের পর পুলিশকে কামড়িয়ে হাতকড়াসহ পালানোর ঘটনা, মাদক, নারী ও শিশু নির্যাতন দমন, পুলিশ অ্যাসল্টসহ ৭টি মামলা রয়েছে।

ঊষার আলো-এসএ