UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ছাত্র মৈত্রীর বাগেরহাট জেলা কমিটির সম্মেলন

koushikkln
অক্টোবর ১৬, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাগেরহাট জেলা কমিটির ২১তম সম্মেলন ১৪ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় কাইনমারী পাবলিক লাইব্রেরী মোংলাতে অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি নীলকলম বালার সভাপতিত্বে এবং ছাত্র নেতা জ্যোতি হালদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির বাগেরহাট জেলা সভাপতি কমরেড এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুর রউফ।

বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির বাগেরহাট জেলা কমিটির সদস্য কমরেড নীরেন অধিকারী, মোংলা উপজেলা নেতা কমরেড হারুন গাজী, রামপাল উপজেলা নেতা কমরেড ডাঃ নুরুল ইসলাম, কমরেড সুবর্ণ হালদার। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র মৈত্রীর বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক আবির হোসেন, সহ-সভাপতি তৌকির আহমেদ, ছাত্র নেতা মেহেদী হাসান জিকো, হুসাইন ইমাম, মাণিক, ঐশি, হিরা প্রমুখ।

সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আবির হোসেনকে সভাপতি, জ্যোতি হালদারকে সাধারণ সম্পাদক ও মেহেদী হাসান জিকোকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাগেরহাট জেলা ছাত্র মৈত্রীর কমিটি গঠন করা হয়।