UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাদের প্রেসিডেন্ট বিদ্রোহীদের গুলিতে নিহত

usharalodesk
এপ্রিল ২১, ২০২১ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন। ৩০ বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায় ছিলেন। মঙ্গলবার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণার দেশটির সেনাবাহিনী এ কথা জানায়।
সেনাবাহিনী জানায়, চাদে অন্তর্বর্তীকালীন নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই সীমান্ত এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। ওই নির্বাচনে তিনি ৮০ শতাংশ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট পদে জয় পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। সরকার ও সংসদ ভেঙ্গে দেয়া হয়েছে। আগামী ১৮ মাস সামরিক পরিষদ দেশ পরিচালনা করবে।
১৯৯০ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ডেবি। গত সপ্তাহে তিনি দেশটির উত্তরাঞ্চলে লিবিয়া সীমান্তে গিয়েছিলেন। সেখানে বিদ্রোহীদের দমনে লড়াই করছিল সেনাবাহিনী।

(ঊষার আলো-এমএনএস)