UsharAlo logo
মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবারের ব্যালন ডি’অর জিতলেন করিম বেনজেমা

pial
অক্টোবর ১৮, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করিম বেনজেমার ব্যালন ডি’অর জেতাটা একরকম নিশ্চিত ছিল। শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতা। আর সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেনজেমার হাতে তুলে দেওয়া হয় ‘ব্যালন ডি’অর ২০২২’। ৩৪ বছর বয়সে জীবনে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন রিয়াল মাদ্রিদের তারকা করিম বেনজেমা।

ফরাসি ফুটবলার হিসেবে ১৯৯৮ সালে জিনেদিন জিদান পরেছিলেন এ মুকুট। আর দ্বিতীয় ফরাসি হিসেবে এবার তা পরলেন বেনজেমা।

দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে যোগ্য দাবিদার হিসেবেই এবারের ব্যালন ডি’অর জিতলেন তিনি। সদ্য ব্যালন ডি’অর জেতা বেনজেমা গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতানোয় বিরাট এক অবদান রেখেছেন।
এবং গুরুত্বপূর্ণ সব ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে দলকে নিয়ে গেছেন শিরোপার মঞ্চে। তিনি দুর্দান্ত সব রেকর্ডও যোগ করেছেন নিজের নামের পাশে। ২০২১-২২ মৌসুমে ৪৬ ম্যাচে মোট ৪৪টি গোল করেন বেনজেমা।

(ঊষার আলো-এফএসপি)