ঊষার আলো ডেস্ক : রুয়ান্ডার কিগালীতে অনুষ্ঠিত ৫দিনব্যাপী ১৪৫তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগদান করেন। গত রবিবার রুয়ান্ডার সংসদ ভবন পরিদর্শন করেন বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের দলনেতা জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. মোঃ শামসুল হক টুকু এমপির নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, সংরক্ষিত মহিলা আসন-১৩ এর সংসদ সদস্য বেগম শামসুর নাহারসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ।